সিরাজগঞ্জের কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

সিরাজগঞ্জের কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও পেছন থেকে আরো এক ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার ট্রাকচালক মো. হাসান (৩৫) ও পঞ্চগড় জেলার ট্রাকচালক ইসলাম (৪০)।

আজ ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অন্য একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাক তিনটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুখোমুখি সংঘর্ষ হওয়া ট্রাক দুটির চালক মারা যান। আহত হন অন্য ট্রাকের চালক ও চালকের সহকারীসহ অন্তত চারজন। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *