সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৭ জন।
জাতিসংঘ বলছে, বুধবার তিন ঘণ্টার ব্যবধানে শহরের তিনটি হাসপাতালে হামলা চালানো হয়। এর মধ্যে একটি শিশু হাসপাতালও ছিল। তবে হামলার পর হাসপাতাল থেকে শিশুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।
পূর্বাঞ্চলীয় শার জেলার বায়ান হাসপাতালের কাছে আরও একটি বিমান হামলা চালানো হয় বলে একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।
কারা ওই হামলা চালিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সরকার বাহিনী ওই এলাকা দখলের জন্য ইতোমধ্যেই বহুবার হামলা চালিয়েছে।