সাবেক বিশ্বসুন্দরী ও তাঁর প্রেমিক রহমান শাল জীবনের সুখী অধ্যায়ে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই প্রেমময় ছবি ও ভিডিও পোস্ট করে অনুরাগীদের মন জয় করেন।
দীর্ঘদিন সিনেমা জগৎ থেকে দূরে আছেন সুস্মিতা সেন। তবু খবরের শিরোনামে জায়গা করে নিতে তাঁর জুড়ি নেই। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সুইমিংপুলের একটি ভিডিও সবার নজর কেড়েছে। ভিডিওতে সুস্মিতাকে তাঁর মেয়ে আলিশার সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে। সেই ভিডিওতে মা-মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে প্রেমিক রহমান শালকেও। অন্তরঙ্গ ছবি শেয়ার করে সুস্মিতা প্রকাশ্যে রহমানকে বললেন, ‘আই লাভ ইউ।’ শুধু তা-ই নয়, শেয়ার করলেন মেয়ে ও প্রেমিকের সঙ্গে জলকেলির ভিডিও।