সুশান্তের বান্ধবী রিয়াকে খুনের হুমকি

সুশান্তের মৃত্যুর পর থেকে অনবরত নানা রকমের হুমকি পাচ্ছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতার মৃত্যুর পরে নেটিজেনরা তাঁর দিকে অভিযোগের তিরও ছুড়ে দেন। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়ে চলছে একের পরে এক ট্রোলিং। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। ইনস্টাগ্রামে স্ক্রিনশট পোস্ট করে দেখালেন কেমন হুমকি পাচ্ছেন তিনি।

মন্নু রাউত নামে এক অ্যাকাউন্ট থেকে আসা হুমকি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন রিয়া। মন্নু রাউত লিখেছেন, তুমি আত্মহত্যা করো। না হলে আমি নিশ্চিত করব, তোমায় যেন ধর্ষণ করে খুন করা হয়।

স্ক্রিনশট শেয়ার করে রিয়া লিখছেন, আমায় অর্থলোভী বলা হয়েছে, আমি চুপ থেকেছি। আমায় খুনি বলা হয়েছে, আমি চুপ থেকেছি। আমায় স্লাটশেম করা হয়েছে, তাতেও চুপ থেকেছি। কিন্তু আমি চুপ রয়েছি বলে আপনাকে এটা বলার অধিকার কে দিল যে আমি আত্মহত্যা না করলে আমায় ধর্ষণ করে খুন করা হবে।

রিয়া আরও লিখেছেন, আপনি যা বলেছেন তার গুরুত্ব আপনি বোঝেন? এগুলি আইনত অপরাধ। আর আইন অনুযায়ী, কাউকে এভাবে হেনস্থা করা যায় না। আমি সাইবার ক্রাইমের কাছে অনুরোধ করছি এর বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ করার। যথেষ্ট হয়েছে!

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *