সুহানা খানের জন্য বলিউড পাড়ায় হই চই

বিশ্বখ্যাত লাইফস্টাইল ও ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এর আগস্ট সংখ্যার প্রচ্ছদে বলিউড সুপারস্টার শাহরুখ খানের অষ্টাদশী মেয়ে সুহানা খানের ছবি প্রকাশের পর বলিউড পাড়ায় হই-চই শুরু হয়েছে।

বাবার মতো মেয়েও রুপালি পর্দা কাঁপাবেন, এমনটাই আশা সবার। আর তাই অনেক পরিচালকই চাচ্ছেন, সুহানা তাঁদের হাতে অভিষিক্ত হোন।

শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহর চাইছেন, সুহানা তাঁর চলচ্চিত্রে প্রথম অভিনয় করুন। বাবা শাহরুখ খান ও মা গৌরী খানকে অনেক বড় পরিচালকই তাঁদের ইচ্ছের কথা জানিয়েছেন। পরিচালক হিসেবে সর্বোচ্চ তারকাখ্যাতি পাওয়া সঞ্জয় লীলা বানসালি ও সুজয় ঘোষও চাইছেন সুহানা তাঁদের সিনেমায় অভিনয় করুন।

সুহানা খান এই মুহূর্তে বলিউডে আসবেন না, আগে পড়াশোনা শেষ করুক, তার পরই অভিনয়ে আসবেন বলে জানান কিং খান।

সুহানা শুধু নন, শাহরুখ-পুত্র আরিয়ান খানও পড়াশোনা শেষ না করে, বলিউডে আসবেন না। কিন্তু শাহরুখ খান যা-ই বলুন না কেন, শেষ পর্যন্ত ভোগ ম্যাগাজিনের কাভার ফটোশুট দিয়েই গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করেন সুহানা।

শাহরুখ খান ও গৌরী খানের দ্বিতীয় সন্তান সুহানা। বর্তমানে মুম্বাইয়ের ধিরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছেন তিনি। বাবার ভক্তদের মতো অনেক ভক্ত আশা করছেন, বাবার মতো একদিন মেয়েও বলিউড কাঁপাবেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *