স্বপরিবারে করোনায় আক্রান্ত আজিজুল হাকিম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম। তাদের পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনা পজিটিভ।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজধানীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তাদের করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে।

হাবিব নাসিম বলেন, তাদের শারীরিক কোনও জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। রক্তের কিছু টেস্ট করিয়েছেন তারা। রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন।

টেলিভিশন, সিনেমা এবং মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন তিনি। টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এ অভিনেতা। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। মেয়ে নাজাহ হামিক ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়েই তাদের সংসার।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *