স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের ধাক্কায় ছয় জন আহত

আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের ধাক্কায় ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। উপজেলার নওয়াপাড়া নূরবাগ মোড়ে যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ নারী ও এক পুরুষ রয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনিয়া বেগম (২৪), দীঘিরপাড় গ্রামের আসমা বেগম (৩৫), আনজিরা বেগম (৪৬) ও খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের বীরেন্দ্রনাথ দত্ত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিল গাড়িবহরের শেষের দিকের একটি গাড়ির ধাক্কায় ছয় ব্যক্তি আহত হন। দুর্ঘটনার পর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ লোকজন আধা ঘণ্টার জন্য যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *