করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। স্বেচ্ছায় কোয়ারানটিনে রয়েছেন গায়িকা মাইলি সাইরাস। এই কোয়ারানটিন হয়ে থাকাকালীন ৫ দিন স্নান করেননি তিনি। ২৭ বছরের গায়িকা-অভিনেত্রী মাইলি জানিয়েছেন, পাঁচদিন ধরে তিনি জামাকাপড় পালটাননি। স্নানও করেননি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‘এই সোয়েটপ্যান্টগুলো থেকে পাঁচদিন বের হইনি…।’ এমনকী আগামী কয়েকদিন স্নান না করারই প্ল্যান রয়েছে তাঁর বলে জানিয়েছেন তিনি।
অভিনেতা টম হ্যাংকস এবং তাঁর স্ত্রী রিটা উইলসন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই আগামী অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন পপ তারকা মাইলি সাইরাস। অস্ট্রেলিয়ার দাবানলে যে ব্যাপক ক্ষতি হয়েছে তার জন্যে অর্থ সংগ্রহের জন্যেই তিন দিন ব্যাপী এই রিলিফ কনসার্টের আয়োজন করা হয়েছিল।
১৩ মার্চ অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে পারফর্ম করার কথা ছিল ২৭ বছরের এই পপ সেনসেশনের। তবে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় এই কনসার্ট বাতিল করলেন আয়োজকরা।