হত্যাকারীদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই

হত্যাকারীদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী বা জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি দুঃখজনক হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চেয়েছে, তার উত্তরে তিনি বলেছেন, সব হত্যাকাণ্ডের রহস্যই আমরা উদ্ঘাটন করেছি। এরই মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনেকেই গ্রেপ্তার হয়েছে। হত্যাকারীদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী বা জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। আমরা কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করেছি। আশা করছি, কোনো ধরনের অঘটন ঘটার আগেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে যুক্তরাষ্ট্র আমাদের কিছু তথ্য দিয়ে সহায়তা করার কথা বলেছে। আমরা আগেও বলেছি, যে কারো সহায়তা আমরা নিতে প্রস্তুত। এর আগে তিনি বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *