হরতালের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামী রোববারের (৮ মে) চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। আট বোর্ডের অধীন পরীক্ষা ৮ মে পরিবর্তে পরের দিন ৯ মে একই সময়ে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার রাতে আন্তবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

আর মাদ্রাসা বোর্ডের অধীন আলিম শ্রেণির ৮ মের পরীক্ষাগুলো ২২ মে অনুষ্ঠিত হবে।

৮ মে এইচএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য দ্বিতীয়পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য দ্বিতীয়পত্র, পদার্থ বিজ্ঞান বিভাগ (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল।

মাদ্রাসা বোর্ডের আলিমের রসায়ন প্রথমপত্র (তত্ত্বীয়), অর্থনীতি প্রথমপত্র (অতিরিক্তি বিষয়), পৌরনীতি প্রথমপত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র (অতিরিক্তি বিষয়), উচ্চতর ইংরেজি প্রথমপত্র (অতিরিক্ত বিষয়), উর্দু প্রথমপত্র (অতিরিক্ত বিষয়) এবং ফার্সি পরীক্ষা ছিল।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *