হল ছাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আল্টিমেটাম জাবি শিক্ষার্থীদের

প্রশাসনের হল ছাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তা প্রত্যাহার করে নেয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এক নারী শিক্ষার্থী।

তিনি বলেন, আমাদের প্রথম দাবি হলো- প্রশাসনের পক্ষ থেকে আমাদের হল ছাড়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ওই প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় দাবি হলো আমাদের হল এখন খোলা আছে। আমাদের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে উঠছে। আমাদের হল থেকে বের করা যাবে না। তৃতীয় দাবি হলো গেরুয়ায় হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি দিতে হবে এবং এর মদতদাতাদের খুঁজে বের করতে হবে এবং এদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।
চতুর্থ দাবি হলো হামলার সঙ্গে ক্যাম্পাসের অনেকেই জড়িত বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তদন্ত কমিটি গঠন করে এর সত্যতা নিশ্চিত করতে হবে। পঞ্চম দাবি হলো গেরুয়ার হামলার ঘটনায় অজ্ঞাত আসামি করে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা তুলে নিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে হবে।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *