সংসদে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশ্নোত্তরের শুরুতেই রেলমন্ত্রীকে টিস্যু পেপার দিয়ে নাক মুছতে দেখা যায়। কিছুক্ষণ পরে দেখা যায় টিস্যু পেপারটি রক্তে লাল হয়ে গেছে। সংসদে উপস্থিত মন্ত্রী-এমপিরা বিষয়টি লক্ষ্য করলে রেলমন্ত্রী জড়ানো কণ্ঠে বলেন, মাননীয় স্পিকার উত্তরটি পঠিত বলে গণ্য করা হোক। অর্থমন্ত্রী মুহিত, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রেলমন্ত্রীকে ধরে নিয়ে সোফায় কিছুক্ষণ শুইয়ে রেখেন। পরে অ্যাম্বুলেন্স যোগে মন্ত্রীকে স্কয়ার হাসাতালে নেওয়া হয় ।
Check Also
বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …