হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আলোচিত ‘বাবু খাইছো?’ গানের, কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম।

এই মামলা প্রসঙ্গে হিরো আলম বলেছেন, এক নাম্বার (নম্বর) প্রশ্ন আমি কিন্তু কোনো সিঙ্গার না (নই) বা শিল্পী না (নই)। গানডা (গানটি) আমি শখের বশে গেয়েছি। এই গানডা মানুষ ভাইরাল করেছে এর জন্য আমি কোনো দায়ী না (নই)। দুই নাম্বার কথা, মাসুম যে আমার নামে মামলা করেছে, ওই (মীর মাসুম) যুব সমাজ নষ্ট করেছে আর ‘বাবু খাইছো’ তো ফেসবুকের কমন ডায়লগ (সংলাপ) ছিল। আর তাঁর গান আমি গাইনি। আমি ‘বাবু খাইছো’ এই শব্দটা ব্যবহার করেছি। আপনি আমার গানডা দেখেন, আমি তো ওর গান গাইনি, হুবহু কপি করিনি।

হিরো আলম বলেন, ওর (মীর মাসুম) বিরুদ্ধে আমি উল্টো পদক্ষেপ নেব। উনি আমাকে জোকার বলে গালিগালাজ করেছে। উনি আমাকে জোকার বলে গালিগালাজ কেন করল আমি তাঁর বিরুদ্ধে উল্টো মামলা করব।

মামলা প্রসঙ্গে মীর মাসুম বলেন, গত ৬ ডিসেম্বর আদালতে ডিজিটাল সুরক্ষা আইনের ২২, ২৩ ও ২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি শুনানি শেষে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় একক নাটক ‘বাবু খাইছো?’। মুক্তির দুই মাসের মধ্যে নাটকটির ভিউ এক কোটি ছাড়িয়ে যায়। মূলত এই নাটকের শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দেয়। ‘বাবু খাইছো’ শিরোনামের গানটির কথা ও কণ্ঠ দেন মীর মারুফ, সুর করেন মীর মারুফের ভাই মীর মাসুম। এদিকে, এই গানের সূত্র ধরে হিরো আলমও একটি গান গেয়েছেন। আর এটি নিয়েই তৈরি হয়েছে জটিলতা।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *