১২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘মেঘকন্যা’

মিনহাজ অভি পরিচালিত ফেরদৌস ও নিঝুম রুবিনা জুটির ছবি ‘মেঘকন্যা’ মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে।

এর আগে একাধিকবার এ ছবির মুক্তি তারিখ পেছানো হলেও এবার আর বদলাবে না।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ছবির প্রথম গান প্রকাশ হবে লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে। এরপর পোস্টার, টিজার, ট্রেলার ধীরে ধীরে প্রকাশ হবে।

নিঝুম রুবিনা বলেন, মেঘকন্যা পুরোপুরি পারিবারিক গল্পের ছবি। বলতে পারি, পুরোটাই ফ্যামিলি ড্রামা। এর ফাঁকে রয়েছে প্রেম-দুঃখ। এটা গল্প প্রধান ছবি। এ ছবিটি নিয়ে আমি অনেক শ্রম ব্যয় করেছি। আমার বিশ্বাস কাজটি সবার ভালো লাগবে।

ফেরদৌস-নিঝুম রুবিনা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সুচরিতা, শম্পা হাসনাইন, ঋদ্ধ প্রমুখ।

ছবির চিত্রগ্রহণ করেছেন কিংবদন্তি চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। প্রযোজনা করেছেন এ জেড এম জাহাঙ্গীর কবির। জয়া মিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল।

চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে এর আগে ‘পোস্ট মাস্টার ৭১’ এবং ‘লিডার’ নামে দুই ছবিতে অভিনয় করেছেন এ প্রজন্মের নায়িকা নিঝুম রুবিনা।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *