২১২টি পাসপোর্ট ও জাল ভিসাসহ মানব পাচারকারী গ্রেপ্তার

দেশি-বিদেশি পাসপোর্ট ও জাল ভিসা এবং অন্যান্য সরঞ্জামসহ আকতার হোসেন (২৭) নামে মানব পাচারকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৩ আজ সন্ধ্যায় রাজধানীর পল্টন থানাধীন ফরিরাপুল এলাকার পেপসি গলির “হক ভিলা” নামক একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাসপোর্ট সংগ্রহ করে তাতে জাল ভিসা সংযুক্ত করে বিদেশে পাচার করে আসছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মোঃ আকতার হোসেনের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার রতনপুর গ্রামে। এ সময় নিজাম উদ্দিন ইব্রাহিম (৩২) নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছে। তল্লাশিকালে র‌্যাব মানব পাচারে ব্যবহৃত নেপালী ১৯টিসহ ২১২টি পাসপোর্ট, ২ হাজার ২৭৫টি বিভিন্ন দেশের জাল ভিসা, ২টি ল্যাপটপ, ১টি এ্যাম্বুস সীল, ২টি প্রিন্টার, ১টি স্ক্যানার, ২টি কিবোর্ড, ৫টি কালির খালি কার্টিজ, ২টি মডেম, ১টি টেবিল ফ্যান, ১টি আয়রন, ১টি টিভি স্টিক, ১৫০টি বিভিন্ন সীল, ১২টি স্ট্যাম্প প্যাড, ১৩৩টি মেডিক্যাল ফিট কার্ড, ১৪ বিএমইটি প্লাষ্টিক ইমিগ্রেশন কিøয়ারেন্স কার্ড, ৫৭টি বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট-এর ফটোকপি, ৩টি পেন ড্রাইভ, ৫টি মোবাইল সেট, ৮টি সীমকার্ড ও ৩টি মেমোরী কার্ড জব্দ করতে সক্ষম হয়। পলাতক আসামী নিজাম উদ্দিন ইব্রাহিম এবং তার সহযোগিরা ফকিরাপুল এলাকায় বিভিন্ন অসাধু রিক্রুটিং এজেন্ট ও দালাল চক্রের সাথে মিলিত হয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে অভিবাসন প্রত্যাশী দরিদ্র সাধারণ জনগণকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিদেশে অবৈধভাবে জল, স্থল এবং আকাশ পথে প্রেরণ করে থাকে বলে অভিযোগ রয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *