২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৩৪ জন, মৃত ১১

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১০৩৪ জন আক্রান্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১৫৬৯১।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১১ জন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৬ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৩৯ জনের।

গত ২৪ ঘন্টায় মোট ৭ হাজার ২৬৭ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৭ হাজার ২০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৩৫টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ২৯০২ জন।

সোমবার (১১ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিশ্বব্যাপী এ ভাইরাসটিতে সংক্রণের উপস্থিতি শনাক্ত হয়েছে ৪১ লাখ ৮১ হাজার জনের শরীরে। এছাড়া এতে মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার জন।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *