২৯% পর্যন্ত দাম বাড়তে চলেছে অ্যাপল আইফোনের!

আইফোন এসই একদম বাজার পায়নি। সেই ক্ষতি ঠেকাতে ভারতে আইফোনের দাম ২৯% পর্যন্ত বাড়িয়ে দিল অ্যাপল। এই সিদ্ধান্ত অনুযায়ী আইফোন ৬ এবং আইফোন ৬এস-র দাম ২৯% বৃদ্ধি পাবে। আইফোন ৫এস-র দাম বাড়বে ২২%।

ভারতে ৪ ইঞ্চির এই এসই আইফোনটির দাম ৩৯ হাজার টাকা থেকে শুরু। কিন্তু বাজারে তেমন চলেনি মডেলটি। মডেলটির বিক্রি বাড়াতে প্রথম থেকেই বেশ কিছু অফারও এনেছিল অ্যাপল। কিন্তু তাতেও লাভ হয়নি। মাত্র কয়েক হাজার ইউনিট বিক্রি করা যায়। বিপুল ক্ষতি হয় অ্যাপলের। সেই ক্ষতিতে রাশ টানতেই আইফোনের দাম এক ঝটকায় এতটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যাপল।  এখন এই মার্কেট প্ল্যানিং কতটা কাজ করবে সেটাই দেখার অপেক্ষা।

About স্টাফ রিপোর্টার

Check Also

মেসেঞ্জারে নতুন বছরের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য একটি স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *