গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় কলেজছাত্রী নিহত

শনিবার দুপুর ১টার দিকে গাজীপুরের বড় বাড়ি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় ফারহানা আক্তার মিম (২১) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।

মিম টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের ব্যবসায়ী শাখার প্রথম বর্ষের ছাত্রী ছিল। নিহত মিম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার কদুরিয়ার গ্রামের ফারুক হোসেনের মেয়ে।

নিহতের বোন আখি আক্তার জানান, মিম কলেজ শেষে বড়বাড়ি বগার টেক এলাকার ভাড়া বাসায় ফেরার পথে রাস্তা পাড়াপাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি (চট্র মেট্রো-ট ১১৫৩৭৯) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে অগ্নিসংযোগ করে।এ সময় গাড়ির চালক কৌশলে পালিয়ে গেলেও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এরই এক পর্যায়ে স্থানীয়রা মিমকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পরলে সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টঙ্গীর কলেজ গেইট এলাকায় বেশ কয়েকটি গাড়িতে ভাংচুর চালায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *